০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১,
`

পাথরঘাটায় মেয়র প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

পাথরঘাটায় মেয়র প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫ - সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় স্বতন্ত্র মেয়র প্রার্থী মাহবুবুর রহমান খানের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পাঁচ নেতা কর্মীকে মারধর করে তাকে গৃহবন্দি করে রাখেন বলে অভিযোগ করেন তিনি।

শুক্রবার দিবাগত রাত দশটার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের তার নতুন বাড়িতে হামলা চালানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে উদ্ধার করে।

আহতরা হলেন, খোকন, আনোয়ার, জামাল, ইসমাইল এবং হারুন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাহবুবুর রহমান খান অভিযোগ করেন, তিনি পাথরঘাটা পৌরসভার ১ নং ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত কাউন্সিল। জনগণের দাবির মুখে এ বছর মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। রাত দশটার দিকে তার বাসায় বসে নেতাকর্মীদের সাথে নির্বাচনের বিষয় তিনি কথা বলছিলেন। এসময় ১০ থেকে ১৫ টি মোটরসাইকেল মহড়া দিয়ে এসে একদল দুর্বৃত্ত তার বাসায় হামলা চালায় এবং দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে নেতা কর্মীদের মারধর করে। পরে পাথরঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রি করবেন। সাথে সাথে তিনি নির্বাচনে তার নিরাপত্তার দাবি জানান।

এ ব্যাপারে পাথরঘাটা থানা পুলিশের ওসি (তদন্ত) সঈদ আহমেদ জানান, এ রকমের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিলামে উঠছে এস আলম গ্রুপের বন্ধকি সম্পত্তি ঢাকায় পুলিশের ‘বিশেষ চেকপোস্ট’ কার্যক্রম শুরু চিংড়ির উৎপাদন বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার তথ্য ফাঁসের দায়ে নেতানিয়াহুর মুখপাত্র-উপদেষ্টাসহ ৪ ইসরাইলি কর্মকর্তা গ্রেফতার মিরসরাইয়ে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার সেপ্টেম্বরের পর থেকে প্রায় ৫ লাখ লেবানিজ সিরিয়ায় এসেছে আগামীকালের ইসলামি মহাসম্মেলন সাফল্যমণ্ডিত করার আহ্বান হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার দক্ষিণ কোরিয়ার আরো বিনিয়োগ চান ড. ইউনূস

সকল