২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভাণ্ডারিয়ায় ভুল চিকিৎসায় গর্ভজাত নবজাতকের মৃত্যুর অভিযোগ

ভাণ্ডারিয়ায় ভুল চিকিৎসায় গর্ভজাত নবজাতকের মৃত্যুর অভিযোগ -

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় লাইফ কেয়ার হসপিটালের মালিক ডা: নিপা মন্ডলের ভুল চিকিৎসায় রুমানা নামের এক গর্ভবতীর গর্ভজাত নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

রোববার ভাণ্ডারিয়া প্রেস ক্লাব বরাবরে এ ঘটনায় রোগী রুমানা বেগমের ভাই মাওলানা মো: গোলাম আযম একটি লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী ক্ষতিগ্রস্থ রুমানা উপজেলার গোলবুনিয়া গ্রামের ইমাম হোসেনের স্ত্রী।

গোলাম আযমের অভিযোগ, তার গর্ভবতী বোন রুমানাকে নিয়ে গত ১৯ আগস্ট লাইফ কেয়ার হাসপাতালের মালিক ডা: নিপা মন্ডলকে দেখালে তিনি আলট্রাসনোগ্রাফি করে একটি চিকিৎসাপত্র দেয়। সে অনুয়ায়ী রোগী ওষুধের ৭ দিনের কোর্স সম্পন্ন করলে বাচ্ছার নড়াচড়া বন্ধ হয়ে যায়। তখন (২৯ আগস্ট) শনিবার আবারো উক্ত ডাক্তার নিপা মন্ডলের নিকট স্মরনাপন্ন হলে তিনি আবারো আলট্রাসনোগ্রাফি করে বোনের গর্ভজাত বাচ্ছাকে মৃত ঘোষণা করেন এবং তার দেয়া চিকিৎসা পত্রের ৫০০ এমজির একটি অ্যান্টিবায়োটিক ওষুধ কেটে ২৫০ এমজি বানিয়ে আবারো চিকিৎসাপত্র দেয়।

গর্ভজাত শিশুর মৃত নিশ্চিত হওয়ার পরও কেন ওষুদের ডোজ কমানো হলো এমন প্রশ্নের করলে তাকে অন্যত্র চলে যেতে বলা হয়। পরে নিরুপায় হয়ে উক্ত রোগীকে নিয়ে স্থানীয় লাবান্য নামে একটি ক্লিনিকে নিয়ে গেলে ওইদিন রাতেই সেখানে নরমালে ডেলিভারি করানো হয় এবং মৃত কন্যা সন্তান প্রসব করে রুমানা। এ ঘটনার তদন্ত পূর্বক বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ রয়েছে, এর আগেও উক্ত ডাক্তারের অপচিকিৎসায় এমন ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে অভিযুক্ত লাইফ কেয়ার হসপিটালের মালিক ডা: নিপা মন্ডলের কাছে জানতে চাইলে তিনি জানান, সেইভ ড্রাগ দিয়ে সঠিক চিকিৎসা দিয়েছি। তবে, গর্ভজাত বাচ্চার মৃত নিশ্চিত হয়েও কেন চিকিৎসা দেয়া হলো এমন প্রশ্ন করা হলে তিনি সঠিক কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান।


আরো সংবাদ



premium cement
‘বাবা বলে ডাকতে পারি না’ বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষার জন্য : মির্জা ফখরুল জাতীয় ঐক্যের মধ্যদিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে : গোলাম পরওয়ার সাঙ্গু নদীতে নৌকা বাইচের মাধ্যমে শুরু হলো বান্দরবানে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা ফার্মগেটে ৭ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া পর্ণো তারকাকে অর্থ দেয়ার মামলা খারিজের আবেদনের অনুমতি পেলেন ট্রাম্প দোহারে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর নামে ছাত্রলীগ নেতার মামলা ‘কোরআন-সুন্নাহর আদর্শ ছাড়া আলেমদের জন্য রাজনীতি জায়েজ নেই’ চীনা দূতাবাসের আউটস্ট্যান্ডিং পার্টনার অ্যাওয়ার্ড অর্জন অ্যাবকার ঢাবির রাজনীতিবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম শুরু

সকল