মুলাদীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চতুর্থ এজেন্ট ব্যাংকিং-এর উদ্বোধন
- ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)
- ২৮ আগস্ট ২০২০, ১০:০৮
বরিশালের মুলাদী উপজেলায় খাসেরহাট বন্দরে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং-এর শুভ উদ্বোধন হয়। গত ২৭ আগস্ট বৃহস্পতিবার কাজিরচর ইউনিয়নের খাসেরহাট বন্দরে ব্যবসায়ীদের সুবিধার জন্য তাসফিয়া জান্নাত এন্টারপ্রাইজের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মুলাদী শাখার চতুর্থ এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।
এ সময় উপস্থিত ছিলেন মুলাদী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মজিবর রহমান, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি দুলাল মাহমুদ মোল্লা, ইসলামী ব্যাংক মুলাদী শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মুসফিকুর রহমান, উপজেলা জাতীয় ইমাম সমিতির সেক্রেটারী মুফতি মাও: রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান পালোয়ান, তাসফিয়া এন্টারপ্রাইজের স্বত্বধিকারী মুফতি নুরুল আমিন, কাজিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান খান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার এস এম কামাল পাশা, মুলাদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্যাদা, মুলাদী থানার এ এস আই জাকারিয়াসহ খাসেরহাট বন্দরের পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতৃবৃন্দ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা