২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রিফাত হত্যা : প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের যুক্তিতর্ক

রিফাত হত্যা : প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের যুক্তিতর্ক - ছবি : নয়া দিগন্ত

বরগুনার বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ জন আসামির বিরুদ্ধে বরগুনা জেলা ও দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে রাষ্ট্র পক্ষ যুক্তিতর্ক শুরু করেছে । বৃহস্পতিবারও রাষ্ট্র পক্ষ যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করার কথা রয়েছে।

বুধবার সকাল নয়টায় বরগুনা কারাগার হতে ৮ জন আসামিকে পুলিশ পাহারায় আদালতে আনা হয়। আসামিরা হল, রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইয়ূম রাব্বি আকন, রেজোয়ানুল ইসলাম টিকটক হৃদয়, হাসান, রাফিউল ইসলাম রাব্বি, সাগর, কামরুল হাসান ইমন, মোহাইমিনুল ইসলাম সিফাত। জামিনে থাকা আয়শা সিদ্দিকা মিন্নিও উপস্থিত ছিল।
আসামি মুছা পলাতক রয়েছে। সকাল সাড়ে ১০ পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার বাদীর মামলা আদালতে উপস্থান করেন। বেলা দেড়টা পর্যন্ত একটানা রাষ্ট্র পক্ষ যুক্তিতর্ক করেন।

এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার বলেন, এই মামলায় ৭৬ জন সাক্ষ্য দিয়েছে। সকল বিষয় ও আইন আদালতে দিতে হবে। বৃহস্পতিবারও আমরা আদালতকে আমাদের মামলা শোনাব এবং আইন দেব। আমাদের যুক্তিতর্ক শেষ হলে আসামি পক্ষের আইনজীবীরা তাদের কথা আদালতে বলবেন। পরে আমরা আবার উত্তর দেব। আসামি আয়শা সিদ্দিকা মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, রাষ্ট্র পক্ষের যুক্তিতর্ক শেষ হলেই আমরা যুক্তিতর্ক শুরু করবো।

উল্লেখ্য, গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে যখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাঙ বন্ড গ্রুপ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দেশব্যাপী আলোড়ণ সৃষ্টি হয়। মামলাটি তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ১ সেপ্টেম্বর দুই খণ্ডে প্রাপ্ত বয়স্ক আসামি ১০ জন ও অপ্রাপ্ত কিশোর খন্ডে ১৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তদন্তের সময় প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের বন্দুক যুদ্ধে নিহত হয়।


আরো সংবাদ



premium cement
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকলেই ন্যায় বিচার পাবেন : মোবারক হোসেন জয়সাওয়ালের রেকর্ড ছক্কার দিনে পার্থে দাপট ভারতের তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুমকি ‘বাবা বলে ডাকতে পারি না’ বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষার জন্য : মির্জা ফখরুল জাতীয় ঐক্যের মধ্যদিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে : গোলাম পরওয়ার সাঙ্গু নদীতে নৌকা বাইচের মাধ্যমে শুরু হলো বান্দরবানে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা ফার্মগেটে ৭ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া পর্ণো তারকাকে অর্থ দেয়ার মামলা খারিজের আবেদনের অনুমতি পেলেন ট্রাম্প দোহারে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর নামে ছাত্রলীগ নেতার মামলা

সকল