শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বখাটে আটক
- মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
- ২৬ আগস্ট ২০২০, ১৫:০০
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ মঙ্গলবার রাতে সাপেলজা বাজার থেকে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নাঈম (১৮) নামে এক বখাটেকে আটক করেছে। নাঈম আবাসনের বাসিন্দা আবদুল হক মোল্লার ভাগনে। সে নারায়নগঞ্জের চাষাড়া এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। নাঈম মামা আব্দুল হক মোল্লার ঘরে বেড়াতে এসেছিল।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে দিনমজুর বাবার কন্যাশিশুটি আবাসনে তার বাবার ঘরের দরজার সামনে দাঁড়ানো ছিলো। এ সময় পাশের ঘরে নারায়নগঞ্জ থেকে বেড়াতে আসা বখাটে নাঈম শিশুটিকে চকলেট দেয়ার কথা বলে ঘরের পাশে বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে বাথরুম থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে পুলিশ খবর পেয়ে রাত ১০টার দিকে উপজেলার সাপলেজা বাজার থেকে বখাটে নাঈমকে আটক করে।
থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান মিলু জানান, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ পেয়েই পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা