২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বরিশাল বিবির পুকুরের মাছ মরে ভেসে উঠছে

বরিশাল বিবির পুকুরের মাছ মরে ভেসে উঠছে - ছবি : নয়া দিগন্ত

জোয়ারে দূষিত পানি প্রবেশের কারণে বরিশাল নগরীর সদর রোডের ঐতিহ্যবাহী বিবির পুকুরের মাছ মরে ভেসে উঠছে। এতে করে পুকুরের আশে পাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে পুকুরের পাশ দিয়ে চলাচল করতে গিয়ে নাকে রুমাল বা টিস্যু চেপে ধরতে হচ্ছে পথচারীদের। তবে মাছের পচন রোধ কিংবা মরে ভেসে ওঠা মাছ অপসরাণে উদ্যোগী হতে দেখা যায়নি সংশ্লিষ্টদের।

সরেজমিনে দেখা গেছে, দুর্গন্ধ সহ্য করতে না পেরে পথচারীরা নাকে রুমাল বা টিস্যু চেপে পথ চলছেন। বেশ কিছুদিন আগে সিটি করপোরেশনের তত্ত্বাধানে মাছ চাষ করা হলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে মাছগুলো মরে যাচ্ছে। এতে করে যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছে সিটি করপোরেশন তেমনি দুর্গন্ধে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। পাশাপাশি ভোগান্তিও পোহাতে হচ্ছে নগরবাসীর। তাই শীঘ্রই এ বিষয়ে সঠিক ব্যবস্থপনা গ্রহণ করা না হলে দুর্গন্ধে পুরো এলাকা চলাচলের অনুপযোগী হয়ে উঠবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ মুঠোফোনে জানান, বর্ষার মৌসুমে জলোচ্ছাসের দূষিত পানি প্রবেশ করে হয়তো পুকুরের মাছ মারা যাচ্ছে। তাছাড়া মাছ চাষের সঠিক ব্যবস্থাপনা না করায়ও মাছ মারা যেতে পারে। অতিসত্ত্বর পানি পরিষ্কার করার পরামর্শ দেন তিনি।

বরিশল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু এবং প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে তারা কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। তারা বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল