২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বরিশাল বিবির পুকুরের মাছ মরে ভেসে উঠছে

বরিশাল বিবির পুকুরের মাছ মরে ভেসে উঠছে - ছবি : নয়া দিগন্ত

জোয়ারে দূষিত পানি প্রবেশের কারণে বরিশাল নগরীর সদর রোডের ঐতিহ্যবাহী বিবির পুকুরের মাছ মরে ভেসে উঠছে। এতে করে পুকুরের আশে পাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে পুকুরের পাশ দিয়ে চলাচল করতে গিয়ে নাকে রুমাল বা টিস্যু চেপে ধরতে হচ্ছে পথচারীদের। তবে মাছের পচন রোধ কিংবা মরে ভেসে ওঠা মাছ অপসরাণে উদ্যোগী হতে দেখা যায়নি সংশ্লিষ্টদের।

সরেজমিনে দেখা গেছে, দুর্গন্ধ সহ্য করতে না পেরে পথচারীরা নাকে রুমাল বা টিস্যু চেপে পথ চলছেন। বেশ কিছুদিন আগে সিটি করপোরেশনের তত্ত্বাধানে মাছ চাষ করা হলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে মাছগুলো মরে যাচ্ছে। এতে করে যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছে সিটি করপোরেশন তেমনি দুর্গন্ধে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। পাশাপাশি ভোগান্তিও পোহাতে হচ্ছে নগরবাসীর। তাই শীঘ্রই এ বিষয়ে সঠিক ব্যবস্থপনা গ্রহণ করা না হলে দুর্গন্ধে পুরো এলাকা চলাচলের অনুপযোগী হয়ে উঠবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ মুঠোফোনে জানান, বর্ষার মৌসুমে জলোচ্ছাসের দূষিত পানি প্রবেশ করে হয়তো পুকুরের মাছ মারা যাচ্ছে। তাছাড়া মাছ চাষের সঠিক ব্যবস্থাপনা না করায়ও মাছ মারা যেতে পারে। অতিসত্ত্বর পানি পরিষ্কার করার পরামর্শ দেন তিনি।

বরিশল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু এবং প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে তারা কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। তারা বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই।


আরো সংবাদ



premium cement