বেতাগীর সেই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান বরখাস্ত
- বেতাগী (বরগুনা) সংবাদদাতা
- ১৯ আগস্ট ২০২০, ১৮:১৯
বরগুনার বেতাগী উপজেলার ২ নং বেতাগী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক লিখিত প্রজ্ঞাপণে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়। তবে তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগে করা মামলা নিষ্পত্তি হলে পরবর্তী সময়ে তাকে স্বীয় পদে বহাল রাখা হবে, এমন কোনো বিষয় প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়নি।
মন্ত্রণালয় কর্তৃক স্বাক্ষরিত প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়, বেতাগী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবনের সময়, সেবনের সরঞ্জামাদিসহ পুলিশ কর্তৃক হাতে নাতে গ্রেফতার হওয়ায় বর্ণিত এ বিষয়ে বরগুনা সদর থানায় একটি ফৌজদারী মামলা দায়ের করা হয় মামলা নং- ০৯,১৫৪/২০২০। মামলাটি চলমান থাকায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী তার ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় এবং সংগঠিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থে পরিপন্থি বিবেচনা করে ৩৪(১) ধারা, অনুযায়ী অভিযুক্ত চেয়ারম্যানকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, গত ১২ জুলাই রোববার বরগুনা জেলা শহরের হোটেল তাজবিন থেকে বেতাগী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম ও তার সহযোগী বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: মহসিন ফয়সাল অপু নামের আরো এক আওয়ামী লীগ নেতাসহ মোট তিনজনকে গ্রেফতার করেন বরগুনা সদর থানা পুলিশ। এ সময়ে তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদী ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করে।
অবশ্য অভিযোগ অস্বীকার করেন মো: নজরুল ইসলাম চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) বলেন, যা হয়েছে তা সম্পূর্ণই ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে একদল কুচক্রী মহল এটা করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা