মঠবাড়িয়ায় দুই কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ
- মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
- ১৩ আগস্ট ২০২০, ২২:০৭, আপডেট: ১৩ আগস্ট ২০২০, ২২:০৮
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202008/521354_174.jpg)
পিরোজপুরের মঠবাড়িয়ায় পাশের বামনা উপজেলা থেকে তিন কলেজ ছাত্রীসহ পাঠীদের নিয়ে ঘুরতে এসে ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ধর্ষিতা দুই কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ।
উদ্ধারকৃত দুই কলেজ ছাত্রী জানায়, বামনা উপজেলার ডৌয়াতলা গ্রামের তাদের বাড়ি থেকে সকালে স্থানীয় হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজে গিয়ে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কাগজপত্র জমা দেয়। কাজ শেষে দুপুরে প্রতিবেশী সহপাঠী সোহাগ খান (২০) ও শাহাদাতকে (২১) নিয়ে ইজিবাইকে মঠবাড়িয়া শহর হয়ে ভান্ডারিয়ার হরিণপালা ইকোপার্কে ঘুরতে যাচ্ছিল। উপজেলার উত্তর মিঠাখালী (মাঝেরপুল) নামক স্থানে তাদের বহনকারী ইজিবাইক নষ্ট হয়।
এসময় স্থানীয় উত্তর মিঠাখালী গ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য খলিলুর রহমানের ছেলে মাদকসেবী রানা (৩৫), কালামের ছেলে মারুফ (২২), ছিদ্দিক ফরাজীর ছেলে সোহাগ (২২) তাদের জিম্মি করে। এরপর আর্শেদ মিয়ার বাড়ীর সম্মুখে সরকারী পুকুর পাড়ে নিয়ে দুইছাত্রীকে মারধর করে মোবাইল, টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। পরে নির্জনে নিয়ে ৩ জনে মিলে পালাক্রমে ধর্ষণ করে। এরপর ওই কলেজ ছাত্রীর অভিভাবকদের কাছে মোবাইলে ফোন দিয়ে ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবী করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আজম মাসুদ্দুজামান মিলু জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা