২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পরকীয়া: এক স্ত্রী নিয়ে ২ স্বামীর দ্বন্দ্ব, প্রথম স্বামী নিহত

পরকীয়া: এক স্ত্রী নিয়ে ২ স্বামীর দ্বন্দ্ব, প্রথম স্বামী নিহত - নয়া দিগন্ত

বাগেরহাটের শরণখোলায় এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর মারামারিতে প্রথম (সাবেক) স্বামী নিহত হয়েছে। ১ আগষ্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অস্থায় সাবেক স্বামী শাহ আলম বিশ্বাস (৪৮) মারা যায়।

এদিকে নিহত শাহ আলমের লাশের ময়না তদন্ত শেষে এ ঘটনায় ঢাকার শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে নিহতের ছোট ভাই ফারুক বিশ্বাস জানান।

স্থানীয়দের সুত্র জানায়, প্রায় দেড় যুগ আগে উপজেলার পশ্চিম কদমতলা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান বিশ্বাসের ছেলে শাহ আলম বিশ্বাসের সাথে পার্শ্ববর্তী খাদা গ্রামের মানিক হাওলাদারের মেয়ে নুপুর বেগমের (৩৮) কে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তিনটি সন্তান রয়েছে। সম্প্রতি নুপুর পরকীয়ায় জড়িয়ে শাহ আলমকে তালাক দিয়ে প্রতিবেশি উপজেলার রায়েন্দা বাজারের পাঁচ রাস্তার মোড় এলাকার মুদি ব্যবসায়ী আঃ রহমান হাওলাদারকে বিয়ে করেন।
এ ঘটনায় শাহ আলম বিশ্বাস ক্ষিপ্ত হয়ে ২২ জুলাই রাতে রহমান হাওলাদারকে কুপিয়ে আহত করেন। ওই সময় আঃ রহমানের আত্মীয়রা একজোট হয়ে ওই রাতেই শাহ আলমকে হাতুড়িপিটা করে গুরুতর জখম করেন।
স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় প্রথমে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ১ আগষ্ট রাত আনুমানিক পৌনে দশটার সময় আহত শাহ-আলম চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

শরণখোলা থানার ওসি এস.কে আব্দুল্লাহ আল-সাইদ জানান, হামলার ঘটনায় রহমানের পক্ষে একটি মামলা হয়েছে। তবে, শাহ আলম বিশ্বাসের পক্ষে কোনো অভিযোগ পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement
আ’লীগ নেতাদের নিয়ে ’জাগোনারীর’ সমাবেশ, আমন্ত্রণে নেই বিএনপি-জামায়াত জাহাজে ৭ খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বার উদ্ধার স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে ৫ হাজার কোটি টাকার দুই ‘মেগা’ প্রকল্প বাতিল পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে ট্রেন যাবে খুলনায়, কাল উদ্বোধন দেশে ফ্যাসিবাদী ষড়যন্ত্র এখনো চলছে : বিএনপি মহাসচিব চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধাকে নাজেহাল করার ঘটনায় জামায়াতের নিন্দা

সকল