১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

কাউখালীতে বসতঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি

কাউখালীতে বসতঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি -

পিরোজপুরের কাউখালীতে অগ্নিকাণ্ডে তোকাচ্ছের হাওলাদার নামে এক ব্যবসায়ীর বসতঘর পুড়ে গেছে। রোববার উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে বেকুটিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীর আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, বেকুটিয়া গ্রামের ব্যবসায়ী তোকাচ্ছের হাওলাদার এর বসতঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিলো। রোববার দুপুরে বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। পরে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুরো বসতঘরটি মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়।

কাউখালী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের সহোযোগিতায় ঘণ্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তোকাচ্ছের হাওলাদার জানান, বসতঘরে থাকা নগদ ২ লাখ টাকা, স্বর্ণলঙ্কার, জমির দলিল ও মালামালসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে উপজেলা প্রশাসন হতে তাৎক্ষণিক সাময়িক খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আরও সহায়তার উদ্যোগ নেয়া হবে।


আরো সংবাদ



premium cement