২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সুন্দরবনে ফের বনদস্যুর হানা : ১ জনকে অপহরণ ৬ জনকে পিটিয়ে আহত

সুন্দরবনে ফের বনদস্যুর হানা : ১ জনকে অপহরণ ৬ জনকে পিটিয়ে আহত - ছবি: সংগৃহীত

সুন্দবরনের গহীনে আলোরকোল খাল থেকে মহসিন (৩৫) নামে এক ঝিনুক শ্রমিককে অপহরণ করা হয়েছে। এ সময় তার সাথে থাকা আরো ৬ জনকে পিটিয়ে আহত করে সশস্ত্র জলদস্যূ বাহিনী। কয়েক ঘন্টা ট্রলার চালিয়ে পাথরঘাটা বরাবর পশ্চিমে সুন্দরবনের ছাপরাখালী এলাকায় ওই ৬ জনকে ছেড়ে দেয়া হয়।

বুধবার দুপুরে ফিরে আসা ঝিনুক শ্রমিকরা এ তথ্য নিশ্চিত করেছেন। আহতরা হলেন, হাবিবুর রহমান, মুসা, রফিক। তবে বাকিদের নাম জানাতে পারেননি তারা। তাদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নে।

এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে সুন্দরবনের গহীণে আলোরকোল খালে ঝিনুক উত্তোলনের সময় তাদের ট্রলারে হানা দেয় ১০ জনের একটি সশস্ত্র বাহিনী। এ সময় ওই ট্রলারে থাকা ৭ জনের উপর হামলা চালিয়ে ট্রলারসহ ৬ জনকে ফিরিয়ে দিলেও মহসনি নামে একজনকে সুন্দরবনের গহীণে নিয়ে যায় তারা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ফিরে আসা ঝিনুক শ্রমিকরা আমাদের কাছে এ তথ্য জানানোর পর আমরা খোঁজ-খবর নিচ্ছি। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

তিনি আরো বলেন, ওই দস্যূ বাহিনীর হাতে অন্তত ৮টি আগ্নেয়াস্ত্র ছিল ও একাধিক রামদা ছিল। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যপারে র‌্যাব-৮ এর সহকারী পরিচালক (এ.এস.পি) মো: আদনান মুস্তাফিজ বলেন, এ খবর আমরা শোনা মাত্রই আমাদের ফোর্স কাজ করছে। সুন্দরবনসহ আশপাশে অনুসন্ধান চলছে।


আরো সংবাদ



premium cement
আরাফাতের জানাজায় আন্দোলনে আহত শিক্ষার্থীরা প্রশাসনে আসছে তিন স্তরের পদোন্নতি : যাচাই হচ্ছে দেড় হাজার কর্মকর্তার তথ্য হাসিনা এত পাপ করেছে যে পালানো ছাড়া পথ ছিল না : ফখরুল হজ ব্যবস্থাপনা সুন্দর করতে সব ধরনের চেষ্টা করছে সরকার চিকিৎসার জন্য বিদেশ যাওয়া হলো না আরাফাতের ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপকে ব্রিটেনে জিজ্ঞাসাবাদ পূর্ণ শক্তি নিয়ে কাজে ফিরতে চায় পুলিশ শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে ঢাকা প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ চাঁদপুরে জাহাজে হামলা, নিহত বেড়ে ৭ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল

সকল