২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

বিষখালী নদীতে বিরল প্রজাতির ‘সাকার মাউথ ক্যাটফিস’

জেলেদের কাছে এটি ‘টাইগার মাছ’ নামে পরিচিত - ছবি : নয়া দিগন্ত

বরগুনার বেতাগীতে বিষখালী নদীতে ‘সাকার মাউথ ক্যাটফিস’ নামের একটি দৃষ্টি নন্দন বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। শুক্রবার স্থানীয় এক জেলের জালে মাছটি আটকে পড়ে।

জেলেদের কাছে এটি ‘টাইগার মাছ’ নামে পরিচিত। মাছটির ওজন প্রায় এক কেজি। শরীরে বাদামি ও কালো রঙের বিন্দু বিন্দু ছোপ রয়েছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, সাধারণত এই মাছগুলো মুখ দিয়ে চুষে খাবার খায়। দৃষ্টি নন্দন মাছটি সাধারণত অ্যাকুরিয়ামে শোভাবর্ধক হিসেবে রাখা হয়।

বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, বিরল প্রজাতির এ মাছটি বিদেশি মাছ। বিভিন্ন দেশে এ মাছটি অ্যাকুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। এরা সাধারণত মিঠা পানির তলদেশে বাস করে। শেওলা জাতীয় উদ্ভিদ খায়।


আরো সংবাদ



premium cement