বরগুনায় ভাতিজার হাতুরির আঘাতে চাচার মৃত্যু
- বরগুনা সংবাদদাতা
- ১২ মে ২০২০, ১৯:৫০
বরগুনায় পূর্ব শত্রুতার জের ধরে মজিবর রহমান নামের একজন হাতুরির আঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত ওই ব্যাক্তি বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের পশুয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দেড় মাস আগে মোবাইল চুরিকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছেলে খোকনের সাথে বিরোধ সৃষ্টি হয় নিহত মজিবর রহমানের। এরই জেরে মঙ্গলবার বেলা এগারোটায় বাড়ির টিউবওয়েলে গোসল করতে গেলে খোকন মিয়া হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন মজিবরকে। এর পরে তাকে গুরুতর আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: শাজাহান জানান, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের তিনটি ইউনিট মাঠে কাজ করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা