২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বরগুনায় করোনায় নতুন করে চিকিৎসকসহ ৭ জন আক্রান্ত

-

বরগুনায় এক চিকিৎসক ও তিন শিশুসহ নতুন করে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন দুইজন।

নতুন করে আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় রয়েছেন তিনজন, আমতলীতে দুইজন, বামনায় একজন এবং বেতাগীতে একজন।

এ পর্যন্ত বরগুনা সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ১২ জন, বামনা উপজেলায় ছয়জন, বেতাগী উপজেলায় তিনজন, আমতলী উপজেলায় সাতজন এবং পাথরঘাটা উপজেলায় দুইজন। এখন পর্যন্ত তালতলী উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়নি।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান বলেন, শনিবার রাতে প্রাপ্ত ফলাফলে আরো সাতজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নতুন সংক্রমিতদের ব্যাপারে স্বাস্থ্য বিভাগ যথাযথ পদক্ষেপ নিয়েছে।

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত সাতজনের বাড়িসহ আশপাশের বেশ কিছু বাড়ি ইতোমধ্যে আমরা লকডাউন করেছি।


আরো সংবাদ



premium cement