২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬
`

৩ নির্বাচনে বাংলার মানুষ ভোট দিতে পারেনি : মিয়া গোলাম পরওয়ার

বরগুনার টাউন হল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দেশকে ভালোবেসে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের শাহাদাতি মর্যাদা দেয়া হোক। আমরা কল্পনা করলে শিওরে উঠি কিভাবে গত ১৭টি বছর পার করেছি। আমাদের কোনো ভোট অধিকার ছিল না। গত ১৪, ১৮, ও ২৪-এ তিনটি নির্বাচনে বাংলার মানুষ ভোট দিতে পারেনি। ভোটকেন্দ্র আটকিয়ে পুলিশলীগ-ছাত্রলীগ রাতের আধারে ভোট কারচুপি করেছে। কেউ ভোট দিতে গেলে বলেছে আপনার ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল বরগুনার টাউন হল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বরগুনার ছয়জনসহ এ ছাত্র আন্দোলনে ২০০০ মানুষ প্রাণ দিয়েছে। আপনারাও এই বিজয়ের অংশীদার। গত ৫ আগস্টে এই বিজয় না হলে বরগুনার এই মাঠে আপনারা কর্মী সম্মেলন করতে পারতেন না। আমি গোলাম পরওয়ারও এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। তাহলে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে জীবন দিয়ে ২০ হাজার ছাত্র-জনতা পুলিশের সামনে পুলিশের সামনে কারো মগজ বেরিয়ে গেছে, হাত নেই, পা নেই, ক্ষত-বিক্ষত চিহ্ন নিয়ে বাড়িঘরে হাসপাতালে চিৎকার করছে। আজকে তাদের রক্তের ওপরে দাঁড়িয়ে এ সম্মেলন করছি।

তিনি বলেন, আওয়ামী স্বৈরশাসক ইসলামী মূল্যবোধ ধ্বংস করেছে। দাড়ি-টুপি দেখলেই তাদেরকে জঙ্গি বানিয়ে ফেলতো। মাওলানা নিজামি, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান ও মীর কাসেম আলীর মতো নিরাপরাধ মানুষদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। এছাড়াও গোলাম আজম, আল্লামা সাঈদী, অধ্যাপক নাজির আহমেদসহ কয়েকজন ৭০, ৮০, ৯০ বছর বয়সী মানুষদেরকে জেলে ধুকে ধুকে মেরে ফেলেছে।

এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযাম হোসেন হেলাল, বরিশাল মহানগর জামায়াত ইসলামীর আমির অধ্যাপক জহির উদ্দিন বাবর, কেন্দ্রীয় শূরা সদস্য এ কে এম ফখরুদ্দীন খান রাযি। সভাপতিত্ব করেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহিবুল্লাহ।


আরো সংবাদ



premium cement
ইংল্যান্ডের বিদায়, আশায় আফগানিস্তান পাটজাত পণ্যে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্কের সমাধান চায় বিজেএসএ আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব : আমীর খসরু প্রহসনের কোনো নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগ অংশ নেয়নি : আব্দুল আজিজ হাওলাদার ১-৩ গোলে হার বাংলাদেশের ব্যাংকে কত টাকা আছে জানালেন নাহিদ ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ আজ ভূ-রাজনৈতিক স্বার্থে রাখাইনে স্বীকৃতি পেতে পারে আরাকান আর্মি ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের ইংল্যান্ডকে বিদায় করে স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান

সকল