২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

পিরোজপুরে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ল ৪০ দোকান

- ছবি : নয়া দিগন্ত

পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলায় পৃথক দু’টি অগ্নিকাণ্ডে ৪০টিরও বেশি দোকানঘর পুড়ে গেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার পাঁচপাড়া বাজারে প্রথম অগ্নিকাণ্ড ঘটে।

এতে পাঁচপাড়া বাজারে মুদি, মনোহারী, স্বর্ণ ও বইয়ের দোকানসহ ১১টি দোকান পুড়ে গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই কেউ দোকান ঘরগুলোতে আগুন দিয়েছে।

এদিকে পাশের নাজিরপুর উপজেলা ফায়ার স্টেশনে তাৎক্ষণিক খবর দিলেও সময় মতো ঘটনাস্থলে না পৌঁছায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডে দু’কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।

অন্যদিকে মঙ্গলবার সকাল ৬টার দিকে নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বাজারের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুততম সময়ে বাজারে ছড়িয়ে পড়ে।

এতে বিভিন্ন ধরনের ৩০টিরও বেশি দোকানঘর পুড়ে গেছে। পরে স্বরুপকাঠী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় এ সময় আগুন নেভানো সম্ভব হয়নি। তবে এ অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

এ বিষয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো: বেলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।’


আরো সংবাদ



premium cement