২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

পেছন থেকে বিএনপির সাইনবোর্ড সরে গেলে বাজারে কেউ মূল্য দেবে না : আলাল

পটুয়াখালী শহরের আলাউদ্দিন শিশু পার্কে বক্তব্য দিচ্ছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল - ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আমরা যে যত বড় পদের অধিকারী হই না কেন পেছন থেকে বিএনপির সাইনবোর্ড সরে গেলে বাজারে কেউ দশ টাকার মূল্যও দেবে না। এই কথাটি মনে না রাখলে যার যার পরিণতি তাকে তাকে ভোগ করতে হবে।’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত শহরের আলাউদ্দিন শিশু পার্কে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণ, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জন দাবিতে পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ করা হয়।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আগামী শুক্রবার নতুন দলের ঘোষণা আসছে তাদেরকে আমরা স্বাগত জানাই। জুলাই-আগস্ট অভ্যুত্থানে আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা মানুষের কাছে যাবেন মানুষ আপনাদের বিবেচনায় নিবে সেই ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। এর আগে কোনো কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দেয়ার চেষ্টা করবেন না। বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেয়ার দল নয়। পাথরের সাথে মাথা ঠুকলে পাথর ভাঙেনা নিজের মাথা ভেঙে যায়। অতএব, বিএনপির সাথে ঠোকাঠুকি করতে আসবেন না।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচন বিএনপির জন্য একটি কঠিন পরীক্ষার দিন। নির্বাচন এত সহজ না অনেক দল, অনেকগুলো শক্তি ও অপশক্তি মিলে বিএনপিকে ঠেকানোর চেষ্টা করছে। যদি নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ, বন্ধুত্ব ও সৌহার্দ্য দৃঢ় করতে না পারেন ফ্যাসিস্ট সরকারের অনুচররা আপনাদের মধ্যে ঢুকে যেতে পারে।’

জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্ন মিয়ার সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারেফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, সদস্য হাসান মামুন, সদস্য ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ তালুকদার প্রমুখ।


আরো সংবাদ



premium cement
চন্দনাইশে ছাত্রশিবিরের কোরআন বিতরণ জুলাইয়ে বাংলাদেশ আসছে পাকিস্তান বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক আরো জোরদারের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার কুলাউড়ায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করতেই পিলখানা হত্যাকাণ্ড : ফখরুল ইসলাম শহীদ আবু সাইদের নামে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ চাঁদপুরে ফ্ল্যাট থেকে দম্পতির লাশ উদ্ধার ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক হায়দার ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক হায়দার ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক হায়দার আমিরাতে পৌঁছেছে নারী ফুটবল দল

সকল