২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

ববি থেকে মুছে গেলো শেখ পরিবারের সব নাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) - ছবি : নয়া দিগন্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) থেকে শেখ পরিবারের নামে থাকা সব আবাসিক হল এবং কেন্দ্রীয় লাইব্রেরির নাম পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মোট তিনটি হল এবং কেন্দ্রীয় লাইব্রেরির নতুন নামকরণের মাধ্যমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।

গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভিসি অধ্যাপক ড: শূচিতা শরমিনের অনুমোদনক্রমে এবং রেজিস্ট্রার মো: মনিরুল ইসলাম সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘তাপসী রাবেয়া বসরী হল’, শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘কবি সুফিয়া কামাল হল’ এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত লাইব্রেরির নাম পরিবর্তন করে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার, বরিশাল বিশ্ববিদ্যালয়’ নামকরণ করা হয়েছে। এই পরিবর্তিত নামগুলো আদেশ কার্যকরের কথাও জানানো হয় ওই নোটিশে।

এর আগে গত ১৫ জানুয়ারি দুটি হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের নাম বদল করে ব্যানার টাঙিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যে ছাত্রদের বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪’, শেখ হাসিনা হলের নাম বদলে করে ‘কবি সুফিয়া কামাল হল’ এবং কেন্দ্রীয় গ্রন্থাগার শহীদ আবদুর রব সেরনিয়াবাত বদল করে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার’ রাখা হয়। পরবর্তীতে অফিসিয়ালি এই নামগুলো পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলো শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাম পরিবর্তনের জন্য একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটিতে শিক্ষককের পাশাপাশি শিক্ষার্থী প্রতিনিধিও ছিলেন। নাম পরিবর্তনে কমিটি এ সব নাম পরিবর্তনের মতামত প্রদান করেন।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ হোসেন জানান, শিক্ষার্থীরা আবাসিক হলগুলো ও গ্রন্থাগারে নাম পরিবর্তন করে ব্যানার টাঙিয়ে দিয়েছিল। আমরা সেই ডকুমেন্টসগুলো কমিটির কাছেই হস্তান্তর করেছি। সেই মোতাবেক সুপারিশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মনিরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি ছিল আবাসিক হল ও গ্রন্থাগারের নাম পরিবর্তন করা। দাবির পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করে দেয়া হয়েছিল। সেই কমিটি নাম পরিবর্তন করার সুপারিশ বা মতামত দিয়েছে। নির্বাহী ক্ষমতাবলে ভিসি নাম পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন যা পরবর্তীতে সিন্ডিকেট সভায় অবহিত করবেন।


আরো সংবাদ



premium cement
পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ কুমিল্লার বুড়িচংয়ে বসতঘর থেকে তরুণীর লাশ উদ্ধার পাবিপ্রবিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সকল