২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

রাঙ্গাবালীতে অবৈধভাবে বালু তোলায় ৩ ড্রেজার ম্যানেজারকে জরিমানা

রাঙ্গাবালীতে অবৈধভাবে বালু তোলায় ৩ ড্রেজার ম্যানেজারকে জরিমানা করা হয়। - ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ ড্রেজার ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা চর সংলগ্ন রাবনাবাদ নদীতে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড অভিযান চালিয়ে এ জরিমানা করে।

জানা গেছে, এ অভিযানে এমবি এআর বিসমিল্লাহ এন্টারপ্রাইজ-১, এমবি সূর্য কিরণ-৬ ও এমবি সূর্য কিরণ-৭ নামক লোড ড্রেজারের ম্যানেজারকে আটক করা হয়। পরে অবৈধভাবে বালু তোলারি দায় স্বীকার করায় তিন ড্রেজারের দায়িত্বরত ম্যানেজার মামুন মৃধাকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হাসান এ জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০-এর ১৫ (১) ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement