১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ ফাল্গুন ১৪৩১, ১৬ শাবান ১৪৪৬
`

মির্জাগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

- ছবি : প্রতীকী

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঝাটিবুনিয়া এলাকায় একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন ঝাটিবুনিয়া এলাকার খান বাড়ির সামনে বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ-বরগুনা-মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম দ্বীপ কর্মকার (১৫)। বরগুনা জেলার পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনীল কর্মকারের ছেলে। নিহত দ্বীপ কর্মকার বরগুনা জেলা স্কুলের নবম শ্রেণির ছাত্র।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার বিকেল তিনটার দিকে মোটরসাইকেলে করে বাকেরগঞ্জ যাচ্ছিলেন দ্বীপ কর্মকার। এই সময় বিপরীত দিক থেকে আসা গ্রীন লাইন পরিবহনের বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং দ্বীপ কর্মকার মারা যায়।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামিম হাওলাদার জানান, সড়ক দুর্ঘনাস্থল থেকে পরিবহন বাস ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় রাখা হয়েছে। নিহত পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement