১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

গলাচিপায় চাচার আঘাতে ভাতিজা নিহত

নিহত শামীম সিকদারের স্বজনদের আহাজারি। - ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীর গলাচিপায় চাচা কুদ্দুস সিকদারের লাঠির আঘাতে ভাতিজা শামীম সিকদার (২৮) নামের এক যুবক মারা গেছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার রদনদী তালতলী ইউনিয়নের গ্রামর্দন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীম গ্রামর্দন গ্রামের ওয়াজেদ সিকদারের ছোট ছেলে। তিনি পেশায় একজন বোরাক চালক।

ঘটনার পরে দুপুরে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুর রহমান ও সার্কেল এএসপি সৈয়দুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গলাচিপার গ্রামর্দন গ্রামের কুদ্দুস সিকদার বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে গেলে তার চাচাত ভাই ওয়াজেদ সিকদার বাধা দেয়। এর আগে আদালতের মাধ্যমে ওই জমির ওপর ঘর তুলতে না পারে সে জন্য ১৪৪ ধারা জারি করেন ওয়াজেদ সিকদার। কুদ্দুস সিকদার ছেলে এনায়েত সিকদারসহ ১৪৪ ধারা ভঙ্গ করে। স্থানীয় লোকজন তাদের ভাই ওয়াজেদ সিকদার ও তার ভাতিজা শামীম সিকদার ও রেজাউল সিকদারকে ঘরের রুয়া দিয়ে এলোপাতারি শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনজন আহত হলে তাদের গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শামীম সিকদার ও ওয়াজেদ সিকদারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর রেজাউল সিকদারকে বরিশাল শেরেবাংলা মেলিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। শামীম সিকদার ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাতটার দিকে মারা যান। ওয়াজেদ সিকদারের অবস্থাও আশংকাজনক।

শামীম সিকদারের স্ত্রী আয়শা বেগম জানান, ‘আমার দু’ছেলে জুনায়েত সিকদার (৪) ও দেড় বছরের জুম্মায়ন সিকদারকে নিয়ে কিভাবে থাকব, আমি কি আমার স্বামীর বিচার দেখতে পারবো।’

এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আশাদুর রহমান বলেন, ‘এখনো ঢাকা থেকে গলাচিপায় লাশ নিয়ে আসা হয়নি। এ ঘটনায় বাদীপক্ষ থানায় আসলেই মামলা নেয়া হবে। তবে জড়িতদের ধরার জন্য অভিযান চলমান।’


আরো সংবাদ



premium cement
কাশিয়ানীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বের শীর্ষে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে ঢাকায় পতন, চট্টগ্রামে উত্থান রুশ-মার্কিন আলোচনার ক্ষুব্ধ জেলেনস্কি, ট্রাম্পের জবাব কুয়েট ভিসির পদত্যাগসহ ৫ দফা দাবি, অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ হাসিনার সাবেক সামরিক সচিব মিয়াজী আটক উদ্বোধনী ম্যাচের আগে দর্শকের আনন্দ দেবে পাকিস্তান বিমানবাহিনী শনিবার ৬ ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেবে হামাস খালেদা জিয়ার নাইকো মামলার রায় আজ চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে আজ, মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড হাসিনার কলরেকর্ড ট্রাইব্যুনালে

সকল