যত দ্রুত সম্ভব সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিন : নূরুল ইসলাম মনি
- বামনা (বরগুনা) সংবাদাতা
- ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৭
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেছেন, ‘আপনারা যত দ্রুত সম্ভব সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিন। সাধারন জনগণ নির্বাচন চায়।‘
আজ শনিবার সকাল ১০টায় বরগুনা বামন উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজ বীরমুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃনমূল নেতাকর্মীদের সু-সংগঠিত করার লক্ষ্যে কর্মী সভায় তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, ‘বামনায় যে উন্নয়ন হয়েছে তা বিগত দিনে আমার আমলেই হয়েছে। তবে গত ১৭ বছরে কী উন্নয়ন হয়েছে? হ্যাঁ উন্নয়নের নামে লুটপাট হয়েছে আর চুরি হয়েছে। তাই উন্নয়নের সাথে যদি থাকতে হয় তবে ধানের শীষের সাথেই থাকতে হবে।‘
কর্মী সভায় উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কী নির্বাচন চান? এ সময় জনতা হাত উঁচিয়ে নির্বাচন চান বলে আওয়াজ তোলেন।‘
তিনি বলেন, জাতিসঙ্ঘ বলেছে-ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে মানুষকে গুলি করে মারা হয়েছে। দেশের ব্যাংকগুলোর টাকা পাচার করে লুট করে নিয়েছে, নির্বাচনের নামে মানুষকে জিম্মি করে দিনের ভোট রাতেই করেছে ক্ষমতার লোভে। ক্ষমতায় টিকের থাকার জন্য ফ্যাসিস্ট হাসিনা ৫০ হাজার মানুষকে তারা গুলি করে আহত করেছে।
বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: মামুন খানের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এনায়েত কবীর হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য রুহুল আমীন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা