১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

সৌদিতে দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত

- ছবি : নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের সৌদি প্রবাসী মো: মোসলেম ওরফে মুসা (৩২) সৌদি-কুয়েত সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বুধবার সৌদি আরবের একটি হাসপাতালে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, শুক্রবার রাত ৮ টার দিকে সৌদি-কুয়েত সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।

মুসা চলতি ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখে দেশে আসার কথা ছিল বলে জানা গেছে।

মোসলেম ওরফে মুসা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের কোড়ালিয়া এলাকার মোস্তফা মাঝির ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচুকটি এলাকার এক সৌদি প্রবাসীর মেয়ের সাথে পারিবারিক সম্মতিতে মোবাইল ফোনে বিয়ে হয় মুসার। চলতি ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ দেশে এসে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নববধূকে বাড়িতে তুলে আনার কথা ছিল। সে অনুযায়ী বিমানের টিকিটও কাটা ছিল তার। সৌদি আরব থেকে ফিরে এসে নববিবাহিত স্ত্রীকে আর দেখা হলো না মুসার।

মুসার বড় ভাই সৌদি প্রবাসী হিরু জানান, ‘গত আট বছর আগে মোসলেম ওরফে মুসা কাজের সন্ধানে সৌদি আরবে যায়। সেখানে গাড়ি কিনে ভাড়ায় চালাত‌েন। গত শুক্রবার রিয়াদ থেকে এক যাত্রী নিয়ে কুয়েত সীমান্তের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা এক সৌদি নাগরিকের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় তার গাড়িতে থাকা যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মুসাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement
খুলনায় সাবেক পুলিশ কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে ডিমের দাম আকাশছোঁয়া উত্থান দিয়ে সপ্তাহ শেষ হলো পুঁজিবাজারে হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র ভারতকে দেয়া হয়েছে : পররাষ্ট্র মন্ত্রণালয় চোটের ধুমে, সুখে বাংলাদেশ মাধবদী-বাবুরহাট বাদ দিয়ে বাইপাস নির্মাণ বন্ধের দাবি, ৫ দিনের আল্টিমেটাম ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজি : ফেনীতে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে সংবাদ সম্মেলন শিবলী রুবাইয়াতের স্ত্রীসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের ইন্টারেক্টিভ প্লেনারি সেশনে যোগ দিলেন ড. ইউনূস সাগরতলে মিলল সবচেয়ে গতিসম্পন্ন ভুতুরে কণা

সকল