১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

সৌদিতে দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত

- ছবি : নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের সৌদি প্রবাসী মো: মোসলেম ওরফে মুসা (৩২) সৌদি-কুয়েত সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বুধবার সৌদি আরবের একটি হাসপাতালে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, শুক্রবার রাত ৮ টার দিকে সৌদি-কুয়েত সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।

মুসা চলতি ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখে দেশে আসার কথা ছিল বলে জানা গেছে।

মোসলেম ওরফে মুসা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের কোড়ালিয়া এলাকার মোস্তফা মাঝির ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচুকটি এলাকার এক সৌদি প্রবাসীর মেয়ের সাথে পারিবারিক সম্মতিতে মোবাইল ফোনে বিয়ে হয় মুসার। চলতি ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ দেশে এসে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নববধূকে বাড়িতে তুলে আনার কথা ছিল। সে অনুযায়ী বিমানের টিকিটও কাটা ছিল তার। সৌদি আরব থেকে ফিরে এসে নববিবাহিত স্ত্রীকে আর দেখা হলো না মুসার।

মুসার বড় ভাই সৌদি প্রবাসী হিরু জানান, ‘গত আট বছর আগে মোসলেম ওরফে মুসা কাজের সন্ধানে সৌদি আরবে যায়। সেখানে গাড়ি কিনে ভাড়ায় চালাত‌েন। গত শুক্রবার রিয়াদ থেকে এক যাত্রী নিয়ে কুয়েত সীমান্তের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা এক সৌদি নাগরিকের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় তার গাড়িতে থাকা যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মুসাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement
চলতি বছরের ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন : দুবাইয়ে প্রধান উপদেষ্টা কুড়িগ্রামে হ্যান্ডকাফসহ পালানোর ৩৭ দিন পর মাদক কারবারি গ্রেফতার ছাত্র-জনতার ওপর হামলা : নাটোরে আ’লীগ নেতাকর্মীর নামে মামলা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৬৬ জন গ্রেফতার রাজশাহীতে সেনাসদস্যকে মারধর করায় রেলওয়ের গার্ডসহ আটক ৩ স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠন প্রস্তাব বাস্তবায়ন জরুরি আয়নাঘর দেখার পরও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করছে : আসিফ মাহমুদ আবু সাঈদকে প্রাণঘাতী ধাতব গুলি ব্যবহার করে হত্যা করা হয়েছে : জাতিসঙ্ঘ প্রতিবেদন ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ জুলাই আন্দোলনে হামলা : ছাত্রলীগের বিরুদ্ধে জাবি ছাত্রদলের মামলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত ৮ দল

সকল