অপারেশন ডেভিল হান্ট : বরগুনার বেতাগীতে আওয়ামী লীগের দু’নেতা গ্রেফতার
- বেতাগী (বরগুনা) সংবাদদাতা
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৩
বরগুনার বেতাগীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়মিত অভিযান পরিচালনায় গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগের দু’নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হলেন বেতাগী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাত নম্বর ওয়ার্ডের পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান জুয়েলকে বুধবার ভোররাতে তার বাসগৃহ পুলিশ গ্রেফতার করেন। এদিন বিকেলে উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মজিবুর রহমানকে পুলিশ গ্রেফতার করে।
বেতাগী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান জুয়েলের গ্রেফতারের বিষয়ে তার বড় ভাই বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান মজনু বলেন, ‘কোন মামলা ছাড়াই জিয়াউর রহমান জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।’
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান মনির বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মিছিলে হামলার অভিযোগ রয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা