১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

বাবুগঞ্জে পুকুর থেকে ৫টি পাইপগান উদ্ধার

উদ্ধার হওয়া পাইপগান। - ছবি : নয়া দিগন্ত।

বরিশালের বাবুগঞ্জে একটি পুকুর থেকে পরিত্যাক্ত অবস্থায় পাঁচটি পাইপগান উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা ইউনিয়ন পরিষদের পেছনের খান বাড়ির পুকুর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

দুপুর ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার।

তিনি জানান, বাবুগঞ্জ ইউনিয়ন পরিষদের পিছনে একটি পুকুরের পাড়ে একটি বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় কোনো বস্তু সাদৃশ্য দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে এয়ারপোর্ট থানা পুলিশ এসআই বাসুদেবের নেতৃত্বে অভিযানিক টিম ঘটনাস্থলে এসে রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের পুকুরের পাড়ে বস্তায় মোড়ানো অবস্থায় পাঁচটি পাইপগান পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে সেগুলো এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।

এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা এয়ারপোর্ট থানা পুলিশ সারারাত থানা সংশ্লিষ্ট এলাকাগুলোতে অভিযান পরিচালনা করি। তখন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাইপ গানগুলো উদ্ধার করি।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement

সকল