চুরির দায়ে এমপি-মন্ত্রীদের হাত কর্তন করলে বাংলাদেশ চোরমুক্ত হবে : চরমোনাই পীর
- রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা
- ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৮
চুরির দায়ে এমপি-মন্ত্রীদের হাত কর্তন করলে বাংলাদেশ চোরমুক্ত হবে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ‘অনেকে ভয় দেখায়, ইসলাম ক্ষমতায় এলে চোরের হাত কর্তন করা হবে। যদি এমন হতো, তাহলে দেশের অধিকাংশ এমপি-মন্ত্রীর হাত থাকত না। বাংলাদেশের যে এমপি-মন্ত্রীরা স্বভাবগত চোর, তাদের মধ্যে একজনের হাত কাটা হলে পুরো দেশ চোরমুক্ত হয়ে যাবে।’
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর সবার উদ্দেশে বলেন, ‘ইসলামের বাইরে থাকার কোনো সুযোগ নেই। মুসলমানরা ইসলামের সাথেই থাকবে, আর অন্য ধর্মাবলম্বীরা শান্তির লক্ষ্যে থাকবে।’
তিনি আরো উল্লেখ করেন, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব কনভেনশনে বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব তার বক্তব্যে বলেছেন, ‘কথা ও কাজে ঠিক পাই, পীর সাহেব চরমোনাই।’
চরমোনাই পীর আরো বলেন, ‘ন্যায্য দাবির জন্য যখন ছাত্ররা রাজপথে নামে, তখন তাদের ওপর ঠাণ্ডা মাথায় গুলি চালিয়ে হত্যা করা হয়। এটা কখনোই মেনে নেয়া যায় না।’
আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন, ‘গত ৫৩ বছর ধরে সংসদে যেতে পারিনি, কারণ স্বার্থান্বেষী মহল আমাদের বোকা বানিয়ে ধোঁকা দিয়েছে। ক্ষমতায় গেলে তারা ইসলামের কথা ভুলে যায়। কিন্তু এবার আমরা সতর্ক। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোট করে দেখলে চলবে না।’
তিনি জানান, ‘আল্লাহ আমাদের ৩০০ আসনে প্রার্থী দেয়ার তৌফিক দিয়েছেন। আমরা চাই, বাংলার জমিনে ইসলামের শাসনব্যবস্থা প্রতিষ্ঠা হোক, যা বৃক্ষরোপণের চেয়েও শক্তিশালী হবে।’
গণসমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা বলেন, ‘শুধু ব্যক্তি পরিবর্তন নয়, বরং নীতির পরিবর্তন চাই’ এই স্লোগান সামনে রেখে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।’
গণসমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা