১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`

দুই গাড়ির সাথে বাসের সংঘর্ষ : নিহতের সংখ্যা বেড়ে ৩

দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি - ছবি : নয়া দিগন্ত

বরগুনার আমতলীর সাহেব বাজারের রহমত ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাহেন্দ্রর যাত্রী চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের হিমু আকনের ছেলে আবিদ (৭), গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানির ডালাচোরা গ্রামের বশীর হাজির ছেলে মোটরসাইকেলচালক শহিদুল (৫০) এবং সদর ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামের মোজাহার শিকদারের ছেলে মনির শিকদার (৪০)।

দুর্ঘটনায় আহত হয়েছেন আমতলীর বাইনবুনিয়ার মরহুম আফতার আলীর ছেলে মোটরসাইকেলআরোহী আতাহার (৫৫)। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-৮৭৮১) বেপরোয়া গতিতে আমতলীর কুকুয়া ইউনিয়নের সাহেব বাজার এলাকায় আমতলী থেকে আসা মাহেন্দ্রকে সামনাসামনি আঘাত করে। এতে মাহেন্দ্রটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। এর পরে মাহেন্দ্রর পিছনে থাকা আরেকটি মোটরসাইকেলকে আঘাত করে। এতে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহেন্দ্রের আরো একজন যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনকে পাঠানো হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করলেও চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি।’


আরো সংবাদ



premium cement
টিকিট সিন্ডিকেট ভাঙার খবরে স্বস্তি বাংলাদেশে আদানিকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান আবরার হত্যা মামলায় হাইকোর্টে তৃতীয় দিনের শুনানি সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি বিমান চলাচল নিয়ে আলোচনা রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত মানিকগঞ্জে থানায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু সোনারগাঁওয়ে ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে : যুব ও ক্রীড়া উপদেষ্টা সাড়ে ১৬ হাজার গায়েবি মামলা প্রত্যাহার হচ্ছে : আইন উপদেষ্টা তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি : উপদেষ্টা মাহফুজ

সকল