১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`

বরিশালে বিপিএলের শিরোপা উৎসব পণ্ড, ক্রীড়াপ্রেমীরা হতাশ

বিপিএলের শিরোপা জয়ের উৎসবে তামিম ইকবাল - ছবি : নয়া দিগন্ত

আয়োজকদের অব্যবস্থাপনা আর অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে বরিশালে পণ্ড হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জয়ের উৎসব।

রোববার (৯ ফেব্রুয়ারি) টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় উপলক্ষ্যে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।

কথা ছিল, ট্রফি প্রদর্শন ও টিমের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর সেখানে মিউজিক কনসার্ট হবে। তবে লাখো জনতার ভিড় সামলাতে যতটা নিরাপত্তা ব্যবস্থা দরকার ছিল তা না থাকা এবং আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে শেষ পর্যন্ত কিছুই হয়নি। বিক্ষুব্ধ জনতার জুতা-চেয়ার নিক্ষেপ আর ক্ষোভের বহিঃপ্রকাশের মধ্যদিয়ে সব পণ্ড হয়ে যায়।

শুক্রবার রাতে রাজধানী ঢাকার মিরপুরে চট্টগ্রামকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জয় করে বরিশালের টিম ‘ফরচুন বরিশাল’।

রোববার দুপুরে আকাশপথে টিম সদস্যদের নিয়ে বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছায় চলতি বছরের বিপিএলের শিরোপা।

এ দিকে বরিশালের বেলস পার্কে তখনো চলছিল জয়োৎসবের প্রস্তুতি। সেখানে লাখো জনতা ছিল ট্রফিসহ খেলোয়াড়দের দেখার অপেক্ষায়। বিকেল পৌনে ৪টার দিকে মঞ্চে ট্রফিসহ ফরচুন বরিশাল টিম ও টিমের মালিক মিজানুর রহমান এসে পৌঁছান।

এ সময় দুর্বল নিরাপত্তা বেষ্টনী ভেঙে মঞ্চের কাছে চলে আসেন হাজার হাজার জনতা। পরিস্থিতি বেগতিক দেখে ট্রফি নিয়ে দ্রুত মঞ্চ ছেড়ে নিরাপদ অবস্থানে চলে যান টিমের খেলোয়াড়সহ কর্মকর্তারা।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বরিশাল সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো: মোয়াজ্জেম হোসাইন ও রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের অন্য কর্মকর্তারা। চেয়ার ছোঁড়া ও হুড়োহুড়িতে আহত হন সংবাদকর্মীসহ কমপক্ষে দশজন।

ট্রফি নিয়ে খেলোয়াড়রা মঞ্চ ত্যাগ করার সাথে সাথে ক্ষেপে যায় উপস্থিত জনতা। শুরু হয় মঞ্চ লক্ষ্য করে বৃষ্টির মতো জুতা-চেয়ার নিক্ষেপ। মুহূর্তেই পণ্ড হয়ে যায় পুরো আয়োজন।

দুর্বল নিরাপত্তা ব্যবস্থা আর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে এই অবস্থার সৃষ্টি হয় বলে অভিযোগ ছিল সবার। তবে সবার মধ্যে সুন্দর একটি আয়োজন পণ্ড হয়ে যাওয়ার আক্ষেপও ছিল। অবশ্য এসব বিষয়ে কথা বলতে রাজি হননি আয়োজক কিংবা প্রশাসনের কেউ।

এর আগে দুপুরে বরিশাল বিমান বন্দরে ট্রফি নিয়ে পৌঁছানোর পর বরিশালে ক্রিকেটের উন্নয়নে অনেক কিছু করার কথা বলেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। এখানে শিশুদের জন্য ক্রিকেট একাডেমি করার কথাও বলেন তিনি।

নগরীর বাসিন্দা ইমন বলেন, ‘ব্যবস্থাপনা খারাপ হওয়ার কারণে শিরোপা দেখতে পারিনি। আমরা ফরচুন বরিশালকে ভালোবাসি বলে এখানে এসেছিলাম। কিন্তু অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হলো না।’


আরো সংবাদ



premium cement