পটুয়াখালীতে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থী নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691040_175.jpg)
পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার সাথে ওড়না পেঁচিয়ে রাদিয়া ইসলাম প্রিয়া নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পৌর শহরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী প্রিয়া (১৫) শহরের বাদুরতলী এলাকার পলাশ হাওলাদারের মেয়ে ও খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রিয়া শনিবার বিকেলে কোচিং ক্লাশ শেষে অটোরিকশায় বাসায় ফিরছিল। এ সময় অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে যায়। সহপাঠীরা অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, অটোরিকশার চাকার সাথে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর লাশ থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা