০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

আইন কেউ নিজের হাতে তুলে নেবে না সেটাই আমরা চাই : মেজর হাফিজ

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের অবসানের ফলে নতুন দ্বার উন্মোচন হয়েছে। কিন্তু বর্তমানে সমাজে নানা অস্থিরতা দেখতে পাচ্ছি। আইন কেউ নিজের হাতে তুলে নেবে না সেটাই আমরা চাই।’

তিনি বলেন, বর্তমান সরকার শক্ত হাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করবে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবে সেটাই প্রত্যাশা। তাদের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা নেই, তারপরেও দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটি সুস্থ পরিবেশ সৃষ্টি করবে বলে আশা রাখছি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ক্যারিয়ার রোড ম্যাপ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স সোসাইটি।

সেমিনারে মেজর হাফিজ আরো বলেন, ‘আমরা আশা করব বর্তমানে ড. ইউনূসের নেতৃত্বে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে সবাই পছন্দের মানুষকে ভোট দিতে পারবে। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।’

এছাড়া তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে। দ্রব্যমূল্য জনগণের ক্রয়সীমার বাইরে চলে গেছে। আশা করবো সরকার দ্রুত দ্রব্যমূল্য ক্রয়সীমার মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করবেন।

এসময় তিনি আরো বলেন, ‘যখন অনির্বাচিত সরকার থাকে তখন তারা দুর্বল থাকে। এসময় দুর্বৃত্তরা মাথাচাড়া দিয়ে ওঠে এবং সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা ঘটায়। বর্তমানে পুলিশবাহিনী জনগণের শান্তিশৃঙ্খলা রক্ষার পক্ষে সহায়ক নয়। পুলিশ বাহিনীকে আরো অ্যাক্টিভ করতে হবে।’

সেমিনারে ইঞ্জিনিয়ার মো: বোরহান উদ্দিনের সভাপতিত্বে আলোচক হিসেবে গ্লোবাল ইউথ পার্লামেন্টের সার্ক রিজিওয়ান ডেপুটি কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আবদুল হাই, তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রতিনিধি মো: কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক মো: ফরিদ উদ্দিন ও জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: আবদুল হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।


আরো সংবাদ



premium cement