০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

পিরোজপুরে ৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

পিরোজপুরে ৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে। - ছবি : নয়া দিগন্ত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের ভাণ্ডারিয়া ইসলামী ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

প্রার্থীরা হলেন পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ইন্দুরকানী) আসনে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদী, পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভাণ্ডারিয়ার) আল্লামা সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদী ও পিরোজপুর-৩ ( মঠবাড়িয়া) আসনে মনোনিত হয়েছেন মঠবাড়িয়া উপজেলা আমির অধ্যাপক শরীফ আব্দুল জলিল।

এ সভায় সভাপতিত্ব করেন জেলা তালিম বিভাগের সাধারণ সম্পাদক ও ভাণ্ডারিয়া উপজেলা আমির মাওলানা আমীর হোসেন।

এদিকে এ তিন আসনে প্রার্থী ঘোষণার পর থেকে তৃণমূলের দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।


আরো সংবাদ



premium cement