পটুয়াখালীতে যুবকের লাশ উদ্ধার
- দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৭
পটুয়াখালীর দশমিনায় গলাকেটে ও কুপিয়ে এক যুবককে (২৭) হত্যা করা হয়েছে। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দশমিনা থানা পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দশমিনা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে স্থানীয়রা উপজেলার আলীপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাঁদপুরা গ্রামের একটি তরমুজ ক্ষেতের টংঘরে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের লাশ পরে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলামকে খবর দেন।
এ সময় ইউপি সদস্য বিষয়টি তাৎক্ষণিক দশমিনা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।
ইউপি সদস্য ফখরুল ইসলাম জানান, ‘রক্তাক্ত লাশের পাশ থেকে হত্যায় ব্যবহার করা ধারালো দা ও পরিত্যক্ত অবস্থায় একটি মাহিন্দ্রা গাড়ি উদ্ধার করা হয়েছে।
গলাচিপা ও দশমিনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: মোরশেদ তোহা জানান, ‘লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহার করা ধারালো দা ও পরিত্যক্ত অবস্থায় একটি মাহিন্দ্রা গাড়ি জব্দ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা