০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

শিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আত্মপ্রকাশ

মুহাম্মদ আমিনুল ইসলাম - ছবি : নয়া দিগন্ত

এবার প্রকাশ্যে এসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে প্রকাশ্যে আসেন তিনি।

এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাস রাজনীতিতে প্রকাশ্যে এসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি।

জানা যায়, ছাত্রশিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যেগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে মঙ্গলবার থেকে দু’দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। আর সেই প্রকাশনা উৎসবকে ঘিরে ফেসবুকে পোস্ট করেন ববি শিবিরের সভাপতি।

ববির শিবির সভাপতির ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো;

‘সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি’ এই ভিশন নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কার্যক্রম পরিচালনা করছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে একটি শিক্ষা-বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে ছাত্রশিবির কার্যক্রম পরিচালনা করছে। ছাত্রশিবির সহাবস্থানের ভিত্তিতে ইতিবাচক ছাত্র রাজনীতিতে বিশ্বাস করে এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সৃজনশীল প্রকাশনা সামগ্রী নিয়ে আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘প্রকাশনা উৎসব ২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিশেষভাবে আমন্ত্রণ রইল।

এদিকে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের বিষয়ে ববি শিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।

উল্লেখ্য, আইন অনুযায়ী গত ১১ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে।


আরো সংবাদ



premium cement
লায়লাকে হত্যাচেষ্টা মামলায় প্রিন্স মামুনের বিচার শুরু বাংলাবান্ধা দিয়ে ভারত থেকে ১২৫ টন আতপ চাল আমদানি সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ফকিরহাটে নারীর লাশ উদ্ধার ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় দাওয়াত সম্প্রসারণ করতে হবে : মোহাম্মদ সেলিম উদ্দিন ওয়াশিংটনে বিমান দুর্ঘটনায় নিহতদের ২৮ জন ফিগার স্কেটিং দলের সদস্য সামুদ্রিক পরিবহন থেকে কার্বন নিঃসরণের মাত্রা কমাতে হবে : ইউ অ্যাজেন্সি পরশুরামে যুবলীগ নেতাকে পুলিশে দিল বৈষম্যবিরোধী ছাত্ররা স্বাস্থ্যখাতে সংস্কার প্রস্তাবনা দিলো বিএনপি কৃষক বাবার পক্ষে আহত জুয়েলের চিকিৎসা ব্যয় মেটানো আর সম্ভব হচ্ছে না চীন অগ্রহণযোগ্যভাবে খাল নিয়ন্ত্রণ করছে : পানামাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সকল