০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

বরিশালে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

- ছবি : প্রতীকী

বরিশালের গৌরনদী ও উজিরপুর উপজেলায় পৃথক তিনটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এরমধ্যে গৌরনদী উপজেলার চাঁদশী বাজার সংলগ্ন এলাকায় চলন্ত ভ্যান থেকে পড়ে মিন্টু হাওলাদার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি পাশের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মরহুম কেতাব আলী হাওলাদারের ছেলে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া জানান, গৌরনদীর মহিলাড়া বাজার থেকে কাঁচামাল ক্রয় করে ব্যাটারিচালিত ভ্যানযোগে চেঙ্গুটিয়া বাজারের উদ্দেশে যাচ্ছিলেন মিন্টু। পথে গৌরনদী থেকে রাজিহারগামী চাঁদশী এলাকায় পৌঁছলে চলন্ত ভ্যান থেকে পাকা রাস্তার ওপর পড়ে কাঁচামাল ব্যবসায়ী মিন্টু গুরুতর আহত হন। স্থানীয়রা মিন্টু হাওলাদারকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এর আগে সকালে বসতঘর থেকে গোয়ালঘরে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক সরদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ফারুক সরদার জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নওয়াপাড়া গ্রমের মরহুম আকুব্বর সরদারের ছেলে।

গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, ফারুক সরদার সকালে তার বসতঘর সংলগ্ন গোয়াল ঘরে যাওয়ার পথে রান্না ঘরের বিদ্যুতের সংযোগ লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে বরিশালের উজিরপুরে ধানের বীজ রক্ষায় ইঁদুর তাড়ানোর ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষক ছায়েদুল ফকির (৫০) উজিরপুর উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের আলী ফকিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ধান চাষের জন্য বাড়ির পাশের ক্ষেতে বীজতলা তৈরি করেছেন কৃষক ছায়েদুল ফকির। তবে ইঁদুর সেই বীজতলা নষ্ট করে দেয়। তাই ইঁদুর তাড়ানোর ফাঁদ হিসেবে বীজতলার চারপাশে বিদ্যুৎসংযোগ দেন।

তিনি বলেন, শনিবার দিবাগত রাত ১১টা থেকে ১২টার মধ্যে বীজতলা দেখতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে পড়েছিলেন সায়েদুল ফকির। স্বজনরা তার খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বীজতলায় গিয়ে সায়েদুল ফকিরকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement
হাবিপ্রবি ক্যাম্পাসের ডাস্টবিনে হাসিনার ছবি লাগিয়ে ঘৃণা প্রকাশ শিক্ষার্থীদের একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরতদের অন্যত্র বদলির নির্দেশ শ্রম উপদেষ্টার জুলাই-জানুয়ারিতে ২৩৫৫ কোটি ডলারের পোশাক রফতানি জামালপুরে জেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা পাচ্ছে না সরকার কবর থেকে তুলে পুনরায় দাফন করা হবে হাসান নাসরুল্লাহকে বাংলাদেশের সাথে আরো বেশি অর্থনৈতিক সম্পৃক্ততার প্রত্যাশা ভারতের রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭ আটক ইউক্রেনীয় সেনাদের হত্যা করছে রাশিয়া গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল মার্কেট-ভবন সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জনকে হত্যার দাবি প্রত্যাখ্যান সরকারের

সকল