০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

বরগুনায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

- ফাইল ছবি

বরগুনার তালতলীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দৈনিক নয়া দিগন্তের উপজেলা সংবাদদাতা মো: ইউসুফ আলীসহ তিনজনের ওপর হামলার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আবুল কালাম গাজী, সাবেক যুবলীগ নেতার অনুসারী আমির হোসেনসহ নয়জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২ জানুয়ারি) তালতলী থানায় এ মামলাটি দায়ের করা হয়।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের বগির বাঁধঘাট এলাকায় জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের সংবাদ সংগ্রহ করতে গেলে নয়া দিগন্ত সাংবাদিকের ওপর এ অতর্কিত হামলা চালায় তারা। এ ঘটনা সময় ভিডিও ধারণ করতে গেলে আরো দু’ সাংবাদিককে লাঞ্চিত করে সন্ত্রাসীরা। সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত ক্যামেরা মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নেয় ভূমিদস্যু সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের তোপের মুখে পড়ে থানা পুলিশও নিরুপায় হয়ে পড়েন। পরে স্থানীয়রা আহত সাংবাদিক ইউসুফকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। এ দিকে রোববার পুলিশ মামলাটি এজাহারভুক্ত করেছেন বলে জানান।

এ ঘটনার বিষয়ে আহত সাংবাদিক ইউসুফ আলী বলেন, ‘দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমার ওপর অতর্কিত যারা হামলা চালিয়েছে, তাদের ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা আসামিসহ নয়জনের নামে মামলা হয়েছে। আমি তাদের শিগগির গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহজালাল বলেন, ‘এ ঘটনায় একটি মামলা এজাহার নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

এদিকে, এ হামলার ঘটনায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে গোলাম কিবরিয়া বলেন, ‘বরগুনায় একের পর এক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সংবাদকর্মী শারীরিক নির্যাতিন হচ্ছেন, আমরা এহেন হেনস্থার বিচার দাবি করছি।’

এছাড়াও, তালতলী প্রেসক্লাব, সাংবাদিক ফোরাম এ ঘটনায় নিন্দা জানিয়েছে।


আরো সংবাদ



premium cement
সব হত্যাকাণ্ডের বিচার দেশের মাটিতেই হবে : অলি আহমেদ হাবিপ্রবি ক্যাম্পাসের ডাস্টবিনে হাসিনার ছবি লাগিয়ে ঘৃণা প্রকাশ শিক্ষার্থীদের একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরতদের অন্যত্র বদলির নির্দেশ শ্রম উপদেষ্টার জুলাই-জানুয়ারিতে ২৩৫৫ কোটি ডলারের পোশাক রফতানি জামালপুরে জেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা পাচ্ছে না সরকার কবর থেকে তুলে পুনরায় দাফন করা হবে হাসান নাসরুল্লাহকে বাংলাদেশের সাথে আরো বেশি অর্থনৈতিক সম্পৃক্ততার প্রত্যাশা ভারতের রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭ আটক ইউক্রেনীয় সেনাদের হত্যা করছে রাশিয়া গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল মার্কেট-ভবন

সকল