০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

কাউখালীতে শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ

শীতবস্ত্র বিতরণ করছেন আব্দুস সালাম বাতেন। - ছবি : নয়া দিগন্ত।

পিরোজপুরের কাউখালীতে শ্রমজীবী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা শ্রমিক দলের আয়োজনে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলা বাসস্ট্যান্ডে শ্রমিক দলের উপজেলা কার্যালয় থেকে শ্রমজীবীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন কমিশনার। বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু।

উপজেলা বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক, শাফিউল আজম ভিপি দুলাল, যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান লিকসন, সৈয়দ বাহাউদ্দিন পলিন, লিয়াকত তালুকদার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী। সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement