গৌরনদীতে কাঁচামাল নিয়ে ফেরার পথে চলন্ত ভ্যান থেকে পড়ে ব্যবসায়ী নিহত
- গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১১
বরিশালের গৌরনদীতে ব্যাটারিচালিত ভ্যানযোগে কাঁচামাল নিয়ে ফেরার পথে ভ্যান থেকে পাকা রাস্তার ওপর পড়ে মিন্টু হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চাঁদশী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিন্টু হাওলাদার আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মরহুম কেতাব আলী হাওলাদারের ছেলে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া জানিয়েছেন, গৌরনর মহিলাড়া বাজার থেকে কাঁচামাল ক্রয় করে ব্যাটারিচালিত ভ্যানযোগে চেঙ্গুটিয়া বাজারের উদ্দেশে যাচ্ছিলেন মিন্টু। পথিমধ্যে গৌরনদী থেকে রাজিহারগামী চাঁদশী এলাকায় পৌঁছলে চলন্ত ভ্যান থেকে পাকা রাস্তার উপর পড়ে কাঁচামাল ব্যবসায়ী মিন্টু গুরুতর আহত হন। স্থানীয়রা মূমুর্ষু অবস্থায় মিন্টু হাওলাদারকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা