০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

কাউখালীতে নাশকতা ও হত্যা মামলায় গ্রেফতার ৩

কাউখালীতে নাশকতা ও হত্যা মামলায় গ্রেফতার ৩ - ছবি - নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে নাশকতা ও হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান করে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুর ১২টায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের তোবারক মল্লিকের ছেলে ছাত্রলীগ নেতা রবিউল মল্লিক (২০), চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের চিত্তরঞ্জন পালের ছেলে যুবলীগ নেতা সঞ্জীত পাল (৪৫) ও একই ইউনিয়নের বেকুটিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে ছাত্রলীগ নেতা সবুজ (২৮)। সবুজ পিরোজপুরের লালন হত্যার মামলারও আসামি।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান জানান, গ্রেফতাররা নাশকতা ও হত্যা মামলার আসামি। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। আসামিদের রোববার দুপুর ১২টায় আদালতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement