রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার বিকল্প নেই : রহমাতুল্লাহ
- বরিশাল ব্যুরো
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৫
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি'র ১ নং সদস্যও। শনিবার (১লা ফেব্রুয়ারি) নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন আশপাশ এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।
এ সময় আবু নাসের বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ।
দলকে আরো সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান আবু নাসের।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি'র যুগ্ন আহবায়ক আবু মুসা কাজল ও সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিলন চৌধুরী, যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, শ্রমিক নেতা আরজু মৃধা, শাহ আল ফকির প্রমুখ।