০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

মেঘনায় জলদস্যুর গুলিতে জেলে নিহত, গুলিবিদ্ধ ২

জেনারেল হাসপাতাল, ভোলা - ছবি : নয়া দিগন্ত

ভোলার মেঘনা নদীতে জলদস্যুর গুলিতে মো: হাসান (২৮) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো দু’জন।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার তুলাতুলি বাজারের কাছে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হাসানসহ আহত কাঞ্চন ও আব্বাস মাঝির বাড়ি সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রামে। আব্বাস ওই ট্রলারের মাঝি এবং নিহত হাসান ও আহত কাঞ্চন মাঝি ওই ট্রলারের ভাগি (মাল্লা) ছিলেন।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ছয়জন মাঝিমাল্লা নিয়ে আব্বাস মাঝি মেঘনায় মাছ ধরতে যান। রাত ৮টার দিকে একদল জলদস্যু তার ট্রলারটি ডাকাতি করতে যায়। এ সময় তাদের সাথে জেলেদের তর্কবিতর্ক বাঁধে। একপর্যায়ে তাদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন কাঞ্চন ও আব্বাস মাঝি। অপর তিনজন জেলে আহত হননি। এ সময় খবর পেয়ে স্থানীয় জেলেরা ঘটনাস্থলে ছুটে গিয়ে হাসানের লাশ উদ্ধার করে তীরে নিয়ে আসে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসনাইন পারভেজ বলেন, ‘আপাতত এ বিষয়ে কিছু বলা সম্ভব না। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। হাসানের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে নেয়ার কার্যক্রম চলছে।’


আরো সংবাদ



premium cement
৮ মেগা প্রকল্পের ৭৫২ কোটি ডলার লোপাট! সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশনা দিয়েছিল ভারতের ‘র’! একুশের চেতনাই জুলাই বিপ্লবে জাতিকে ঐক্যবদ্ধ করেছে রাজউকের নিম্নবিত্ত আবাসনের ১০১১ একর ভূমির বেশির ভাগই বেদখলে স্বৈরাচারের মাথা পালালেও কিছু অবশিষ্ট রয়ে গেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটকে নিষ্ক্রীয় করার চেষ্টা চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্বে জামায়াত কোথাও জড়িত নয় যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধে বেশি ভুগবে ইউক্রেন ও ইসরাইল বাংলাদেশ কুড়িতম লিবিয়া উপকূলে ভেসে আসছে লাশ, ২০ বাংলাদেশী নিহত লাল ফিতার দৌরাত্ম্য কমাতে সংস্কারের পরামর্শ টাস্কফোর্সের ভাষা আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ

সকল