২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

‘মতের পার্থক্য থাকাটাই গণতন্ত্রের সৌন্দর্য’

শীতবস্ত্র এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানে অতিথিরা - ছবি : নয়া দিগন্ত

মতের পার্থক্য থাকাটাই গণতন্ত্রের সৌন্দর্য মন্তব্য করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ বলেছেন, ‘রাজনীতিতে মতের পার্থক্য থাকবে। আমাদের সবাইকে এক হয়ে দেশটাকে গঠন করতে হবে। দেশের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন।’

রোববার (২৬ জানুয়ারি) সকালে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আবু নাসের বলেন, ‘আমাদের দেশের সবচেয়ে ভঙ্গুর দশা হলো শিক্ষাব্যবস্থার। তারচেয়েও খারাপ অবস্থা হলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থার। এখানে অনেকেই আমার মতো রয়েছেন, যারা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মাঝে মধ্যে যান। সেখানে গিয়ে আমার মনে হয়েছে, সুস্থ মানুষ গেলেও সে অসুস্থ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘উন্নত রাষ্ট্র হলে সেই রাষ্ট্রের দায়িত্ব একজন বয়স্ক মানুষ বাসায় অসুস্থ হলে তাকে বাসা থেকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে আবার বাসায় পৌঁছে দেয়া। উন্নত রাষ্ট্র হলে একটি শিশুর জন্ম থেকে লেখাপড়ার শেষ পর্যন্ত দায়িত্ব তার (রাষ্ট্রের) থাকতো।’

তিনি আরো বলেন, ‘মালয়েশিয়া-সিঙ্গাপুরে গিয়ে আমাদের ছেলে-মেয়েরা চাকরি করছে। তারা যদি ওই দেশ উন্নত করতে পারে, তাহলে আমাদের দেশে থেকে কেন পারবে না। আগামী দিনে রাষ্ট্র গঠনের মূল দায়িত্ব ছাত্রদের, তাই তাদের হাতে রাষ্ট্র মেরামতের আমাদের ৩১ দফার বিষয়টি পৌঁছাতে হবে।’

কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা আকবর মুবিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ শেখ মো: তাজুল ইসলাম, সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: রাশেধ খান শাহীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: আব্দুল আলীম।

কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা আরিফুর রহমান হৃদয়ের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য লাবণ্য আক্তার, কামরুল ইসলাম হাবীব প্রমুখ।


আরো সংবাদ



premium cement
নওগাঁয় পুকুর থেকে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার ঢাবি ও সাত কলেজের ঘটনা নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচার নির্বাচন আয়োজন নিয়ে সিইসির বক্তব্যের সাথে একমত বিএনপি : দুদু আ’লীগ নেতা, পুলিশসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি গাছে আটকেপড়া বিড়ালকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বরিশালের টানা ৫ জয়, কঠিন সমীকরণে খুলনা সিরাজদিখানে নিখোঁজের ৭ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র রোমানের ৪৪তম বিসিএসে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ পাকিস্তানের হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতে বাংলাদেশ ‘বাবা বেঁচে নেই, তাই আমাকে আর কেউ চিপস, চকলেট কেনার টাকা দেয় না’ শহীদ জসিমের ছেলে সিয়াম গাজাবাসীকে মিসর-জর্ডানে সরিয়ে নেয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

সকল