পটুয়াখালীতে যুকবের ঝুলন্ত লাশ উদ্ধার
- পায়রা বন্দর (পটুয়াখালী) সংবাদদাতা
- ২৫ জানুয়ারি ২০২৫, ২১:০৩
পটুয়াখালীর রাঙ্গাবালীতে রেজাউল রাঢ়ী (২৫) নামের এক যুবকের গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী গ্রামের আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রেজাউল ওই গ্রামের আব্দুল রহিম রাঢ়ীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রেজাউল ইলিশ শিকারী জেলে ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করতো। শনিবার সন্ধ্যায় গলায় রশি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় তার লাশ দেখতে পায় পরিবারের লোকজন । পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।
রাঙ্গাবালী থানার উপ-পরিদর্শক আল হেলাল শিকদার জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেয়ার প্রস্তুতি চলছে। পরে আইনিব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা