২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

৩ মিনিট দেরিতে আসায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে পারলেন না দুই শিক্ষার্থী

৩ মিনিট দেরিতে আসায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে পারলেন না দুই শিক্ষার্থী - ছবি - নয়া দিগন্ত

নির্ধারিত সময়ের তিন মিনিট পরে আসার কারণে আজ সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় দুই শিক্ষার্থীকে অংশগ্রহণ করতে দেয়নি কেন্দ্রের কর্তৃপক্ষ।

বাকি বিল্লাহ ও নিলয় হোসাইন কাইউম নামে ওই দুই শিক্ষার্থী জানায়, তিন মিনিট দেরিতে কেন্দ্রে আসায় তাদের পরীক্ষায় বসতে দেয়া হয়নি। এ সময় তারা দায়িত্বরত শিক্ষকদের কাছে বিনীতভাবে তাদের সমস্যার কথা জানিয়ে অনুরোধ করলেও কর্তৃপক্ষ তাদের পরীক্ষা দিতে দেয়নি।

পরীক্ষা বসতে না পারা শিক্ষার্থী নিলয় বলেন, ‘আমি সকালেই বাড়ি থেকে বের হয়েছিলাম। কিন্তু গৌরনদীতে জ্যাম থাকায় ওখানে গাড়ি ৩০ মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়ে ছিল। তিন মিনিট দেরিতে আসার কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেল।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রের সমন্বয়কারী অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, ‘নিরাপদে ও সুশৃঙ্খলভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার জন্যই ১১টার পরে কেন্দ্রে কাউকে ঢুকতে না দেয়ার নিয়ম করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের বিষয়গুলো বুঝি। কিন্তু নিয়মের বাইরে আমরা যেতে পারব না।’


আরো সংবাদ



premium cement

সকল