উদ্ধার হওয়া ৪ গরু নিয়ে বিপাকে আমতলী থানা পুলিশ
- আমতলী (বরগুনা) সংবাদদাতা
- ২৪ জানুয়ারি ২০২৫, ১৮:১৭
অভিযানে উদ্ধার হওয়া চারটি গরু নিয়ে বিপাকে পড়েছে আমতলী থানা পুলিশ। মালিক না পেয়ে গত দুই মাস ধরে থানার অভ্যন্তরে পুলিশ সদস্যরা এ গরুগুলো লালনপালন করছে। দ্রুত এসব গরুর মালিক শনাক্ত করে নেয়ার আহ্বান জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ।
জানাগেছে, আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে গরু চুরি বৃদ্ধি পায়। গরু চোরদের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী। গত ১ ডিসেম্বর আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার থেকে চারটি গরুসহ চোর লিটন ঢালিকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য মতে আমতলী ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার বিভিন্ন এলাকা থেকে আরো ১০টি গরু উদ্ধার করা হয়। এ গরু গুলোর মধ্যে ১০টি গরু আমতলী, তালতলী ও ভান্ডারিয়া উপজেলার অভিভাবকরা শনাক্ত করে নিয়ে যায়। অবশিষ্ট চারটি গরু প্রায় দুই মাস পেরিয়ে গেলেও কেউ শনাক্ত করতে আসেনি। এতে এ গরু চারটি নিয়ে বিপাকে পড়েছে আমতলী থানা পুলিশ। মালিক না পেয়ে থানার অভ্যন্তরে সামিয়ানা টানিয়ে গরু চারটি লালন পালন করছে থানা পুলিশ।
আমতলী থানার এসআই আজিজুর রহমান বলেন, চারটি গরুর কোনো মালিক খুঁজে পাচ্ছি না। নিরুপায় হয়ে লালন-পালন করতে হচ্ছে।
আমতলী থানার ওসি আরিফুল ইসলাম আরিফ বলেন, গত দুই মাস ধরে চারটি গরু কেউ শনাক্ত করে নিতে আসেনি। গরুগুলোকে থানা এলাকায় সামিয়ানা টানিয়ে লালন-পালন করতে হচ্ছে। তিনি আরো বলেন, আদালতের আদেশের অপেক্ষায় আছি। আদেশ পেয়ে তদানুসারে ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা