২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

উদ্ধার হওয়া ৪ গরু নিয়ে বিপাকে আমতলী থানা পুলিশ

আমতলী থানা পুলিশের হেফাজতে লালন-পালন হচ্ছে উদ্ধার হওয়া চারটি গরু। ২৪ জানুয়ারি, শুক্রবার। - ছবি : নয়া দিগন্ত

অভিযানে উদ্ধার হওয়া চারটি গরু নিয়ে বিপাকে পড়েছে আমতলী থানা পুলিশ। মালিক না পেয়ে গত দুই মাস ধরে থানার অভ্যন্তরে পুলিশ সদস্যরা এ গরুগুলো লালনপালন করছে। দ্রুত এসব গরুর মালিক শনাক্ত করে নেয়ার আহ্বান জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ।

জানাগেছে, আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে গরু চুরি বৃদ্ধি পায়। গরু চোরদের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী। গত ১ ডিসেম্বর আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার থেকে চারটি গরুসহ চোর লিটন ঢালিকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য মতে আমতলী ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার বিভিন্ন এলাকা থেকে আরো ১০টি গরু উদ্ধার করা হয়। এ গরু গুলোর মধ্যে ১০টি গরু আমতলী, তালতলী ও ভান্ডারিয়া উপজেলার অভিভাবকরা শনাক্ত করে নিয়ে যায়। অবশিষ্ট চারটি গরু প্রায় দুই মাস পেরিয়ে গেলেও কেউ শনাক্ত করতে আসেনি। এতে এ গরু চারটি নিয়ে বিপাকে পড়েছে আমতলী থানা পুলিশ। মালিক না পেয়ে থানার অভ্যন্তরে সামিয়ানা টানিয়ে গরু চারটি লালন পালন করছে থানা পুলিশ।

আমতলী থানার এসআই আজিজুর রহমান বলেন, চারটি গরুর কোনো মালিক খুঁজে পাচ্ছি না। নিরুপায় হয়ে লালন-পালন করতে হচ্ছে।

আমতলী থানার ওসি আরিফুল ইসলাম আরিফ বলেন, গত দুই মাস ধরে চারটি গরু কেউ শনাক্ত করে নিতে আসেনি। গরুগুলোকে থানা এলাকায় সামিয়ানা টানিয়ে লালন-পালন করতে হচ্ছে। তিনি আরো বলেন, আদালতের আদেশের অপেক্ষায় আছি। আদেশ পেয়ে তদানুসারে ব্যবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল