মামলা থেকে অব্যহতি পেলেন গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জহির
- উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
- ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:২৯
শেখ হাসিনা ক্ষমতাসীন থাকাকালীন বরিশালের গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহিরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা থেকে অব্যহতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ বিচারিক আদালতের বিচারক আফসান শারমিন ইভা তাকে অব্যাহতি দেন।
এ মামলার মধ্য দিয়ে জহিরের বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলার সবগুলো থেকে অব্যহতি পেলেন জহুরুল ইসলাম।
এক প্রতিক্রিয়ায় জহির বলেন, মামলার রায়ে সত্য ও ন্যায়ের জয় হয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা যায় কিন্তু প্রতিষ্ঠিত হয় না।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান খান আদালতে জহিরের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে গৌরনদী আমলী আদালতের বিচারক ইফতেখার আহম্মেদ অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারিক আদালতে প্রেরণ করেন। গত সাড়ে ৬ বছর মামলাটি বিচারাধীন থাকার পর বৃহস্পতিবার স্বাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ দিন বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ বিচারিক আদালতের বিচারক আফসান শারমিন ইভা নির্দোষ প্রমানিত হওয়ায় মামলা থেকে জহুরুল ইসলাম জহিরকে অব্যহতি দেন।
আসামিপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট আব্দুর রহমান চোকদার ও শেখ আব্দুল কাদের।
সাংবাদিক জহুরুল ইসলাম গত ২৬ বছর দৈনিক প্রথম আলোর বরিশালে গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার দায়িত্ব পালন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা