২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

পটুয়াখালীতে আজহারীর মাহফিল ২৫ জানুয়ারি, ব্যাপক প্রস্তুতি

সাংবাদিকদের সাথে মতবিনিময়
ড. মিজানুর রহমান আজহারী - ফাইল ছবি

জনপ্রিয় ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলের সার্বিক পরিস্থিতি নিয়ে পটুয়াখালীতে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছে আয়োজক কমিটি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে শহরের ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট নাজমুল আহসান ও পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান।

এসময় তারা জানান, আগামী শনিবার (২৫ জানুয়ারি) পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে মাহফিল করবেন আন্তর্জাতিক ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারী। এতে ১০ লাখ মানুষের উপস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাব করে ইতোমধ্যে শহীদ মিনার প্রাঙ্গণসহ ১০টি মাঠ প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে নারীদের জন্য লতিফ স্কুল, হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ ও হাউজিং এস্টেট মাঠসহ তিনটি মাঠ। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে পটুয়াখালী বিমানবন্দর মাঠে।

এছাড়াও বিপুল সংখ্যক লোকের সেনিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে মাঠের আশপাশে নির্মাণ করা হয়েছে এক থেকে দেড় হাজার অস্থায়ী টয়লেট।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন টেলিভিশন চ্যানেল, দৈনিক পত্রিকা ও অনলাইনে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার রাতে মাহফিল সফল করার জন্য ওলামায়ে কেরামদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের সভাপতি ও পটুয়াখালী বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাদের, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নিজামুল হক, সাধারণ সম্পাদক মাওলানা ফারুকী আাজম প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো শিবিরের প্রকাশনা উৎসব সাবেক মন্ত্রী মোজাম্মেলের নাতি গ্রেফতার সিলেটে ৪৩৬ বস্তা চিনিসহ আটক ৩ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর কারাগারে রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল সিলেটের অপেক্ষা বাড়িয়ে খুলনার বড় জয় বেরোবিতে পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাসের ঘটনায় সেই শিক্ষককে অব্যাহতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭৩ শিক্ষার্থী বহিষ্কার বাংলাদেশকে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করল সুইজারল্যান্ড বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ২০ বিলিয়ন ডলারের নিচে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অধ্যক্ষের বহিষ্কার দাবি

সকল