২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

বরিশালে স্কুলছাত্রের লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর রাব্বি হাওলাদার (১৮) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) সকালে বাবুগঞ্জ উপজেলা রহমতপুর ইউনিয়নের পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’

নিহত স্কুলছাত্র রাব্বি হাওলাদার পূর্ব রহমতপুর গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে। মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে।

বিমানবন্দর থানার ওসি জাকির হোসেন জানান, ‘গত ১৮ জানুয়ারি রাত ১টার দিকে রাব্বি হাওলাদার বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে ২১ জানুয়ারি সাধারণ ডায়েরি করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ জানতে পারে, বাড়ির পাশের পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকার বাগানে লাশ রয়েছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

নিহতের ভাই সাব্বির হাওলাদার বলেন, ‘১৯ জানুয়ারি রাত ১টার দিকে রেজাউল নামের একজনের ফোন পেয়ে রাব্বি ঘর থেকে বের হয়। এরপর থেকে রাব্বি নিখোঁজ ছিল। লাশ উদ্ধার হওয়ার পর থেকে এলাকা থেকে তিনজন পলাতক রয়েছে। আমরা তাদেরকে সন্দেহ করছি এবং মামলার প্রস্তুতি নিচ্ছি। আমার ভাইকে এর আগেও তারা পূর্বশত্রুতার জেরে ধাওয়া দিয়েছিল।’


আরো সংবাদ



premium cement
দাফতরিক কাজে শেখ হাসিনার শ্লোগান সম্বলিত লোগো ব্যবহার চুরি যাওয়া অর্থ ফেরাতে বিদেশী বন্ধুদের সহায়তা চান প্রধান উপদেষ্টা গাজা জয় লাভ করেছে : ইরানের সর্বোচ্চ নেতা ‘শীতার্তদের পাশে দাঁড়ানো করুণা নয়, নৈতিক দায়িত্ব’ পরিবেশগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বৈঠক এস কে সুর পরিবারের ব্যাংকে থাকা লকার জব্দের আদেশ কক্সবাজারে বেনজীরের ক্যাশিয়ার খ্যাত জসিমের শাস্তির দাবিতে বিক্ষোভ বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে ভারত : শাহজাহান চৌধুরী ইসরাইল জেনিনে হামলা অব্যাহত রাখলে আবারো ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে ইয়েমেন ফের বাড়ল স্বর্ণের দাম ত্রাতা মাহমুদউল্লাহ, ঝড় তুললেন রিশাদ

সকল